ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শনিবার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি-রামনগর গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে চলেছেন। তারই নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রতিটি সেক্টরেই উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই বাড়িতে থাকতে পারেনি। ঝোড়ে-জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে। তারা ধর্মের দোহায় দিয়ে বিভিন্ন কৌশলে ভোট নেয়ার চেষ্টা করবে। তাই সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ডা. ওয়ালিউর রহমান নয়ন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, সাংগঠনিক সম্পাদক মমিন মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, শিক্ষক আব্দুর রাজ্জাক, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দীন খুশি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিক প্রমুখ।