আলমডাঙ্গার শালিকায় বসতবাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী শালিকায় গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, শালিকা গ্রামের দক্ষিণপাড়ায় আব্দুল মজিদের বাড়িতে গতকাল শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিক আব্দুর মজিদের কন্যা বিলকিস খাতুন বলেন, বাড়িতে আগুন লাগার কারণ ইল্ট্রিক সট সারকিট। আগুন দেখে গ্রামবাসী দৌঁড়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই আমাদের দুটি ঘরের সকল আসবাবপত্র ও ব্যবহারিক জিনিসপত্র পুড়ে সারকার হয়ে যায়। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার মালামাল খতিগ্রস্ত হয়েছে।