জীবননগর ব্যুরো: জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে মহানগর সিনেমা হলের সামনে বন্ধু রক্তদান কেন্দ্রের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সাংবাদিক মিঠুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের অফিসে উদ্বোধন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. তুহিন আখতার সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, পৌর যুবলীগ নেতা ফয়সাল ইকবাল, যুবলীগ নেতা সামিউল ইসলাম অভি, ব্যবসায়ী মোক্তারুজ্জামান, এবিএম মোস্তফা কামাল রাজু, হাসানুজ্জামান ও জালাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মুক্তাচুর রহমান, নয়ন, নাজমুল, মানিক, রিহৃয়, মাসুদ, শুভ, রবিন, সাইফুল, আব্দুল্লাহ, পরাগ, বকুল, মফিজ, সোহেল রানা, রকি, মুন্না, সোহেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওষুধ ব্যবসায়ী এটিএম মাজেদুল ইসলাম মিল্টন।