গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় আজ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। গাংনী ও বামন্দী উপকেন্দ্র (সাব স্টেশন) রক্ষণাবেক্ষণের জন্য আজ রোববার সারাদিন বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিয়েছিলো পল্লী বিদ্যুৎ।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ও অ্যান্ড এম) মির্জা খায়রুল হাসান বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বছরে একবার উপকেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণ করতে হয়। আজ রোববার রক্ষণাবেক্ষণের জন্য সময় নির্ধারণ করা হয়। অনিবার্য কারণ বসত ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ মাসের মধ্যেই রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ বিষয়ে গ্রাহকের কয়েকদিন পরে অবহিত করা হবে।