জীবননগর ব্যুরো: দীর্ঘদিন ধরে সাবেক উথলী ইউনিয়নের ৭ সদস্য তাদের দায়িত্ব পালন থেকে বঞ্চিত ছিলেন। সেই সাথে পাচ্ছিলেন না তাদের ভাতাসহ অন্যান্য সুবিধাদী। মন্ত্রণালয়ের আদেশে অবশেষে দেড় বছর পর তারা তাদের দায়িত্বভার ফিরে পাচ্ছেন। একই সাথে পেতে যাচ্ছেন বকেয়া সব ভাতাও। রাজনৈতিক কারণে তাদের দায়িত্ব ও ভাতা এতোদিন বন্ধ রাখা হয়েছিলো বলে ওই সদস্যরা অভিযোগ করেছেন। গত বছরের ১২ জুন উথলী ইউনিয়ন বিভাজিত করা হয়। সৃষ্টি করা নতুন পুনগঠিত উথলী ইউনিয়নসহ কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন। কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন প্রশাসক নিয়োগ করা হলেও রাজনৈতিক কারণে উথলী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা, সদস্য ইউপি সদস্য আব্দুল হান্নানকে। ১২জন সদস্যর মধ্যে ৫ জনকে উথলী ইউনিয়ন পরিষদের সদস্য পদে বহাল থাকলেও অজ্ঞাত কারণে ৭জন সদস্যকে তাদের দায়িত্ব ও সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এ অবস্থায় বঞ্চিত ৭ সদস্য খলিলুর রহমান, আব্দুল কুদ্দুছ, দুলুর উদ্দিন দুলাল, আমিনুল ইসলাম, দ্দোজাউদ্দিন, বজলুর রহমান টুটু ও আলপনা খাতুন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই ৭ সদস্যকে তাদের দায়িত্ব ও সম্মানী ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ৪ ডিসেম্বর উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিতপত্র চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে প্রেরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ওই পত্রের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গত ১৩ ডিসেম্বর স্বাক্ষরিতপত্র জীবননগর উপজেলা নির্বাহী অফিসারকে প্রেরণ করেছেন।