স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড় মসজিদ সংলগ্ন মাঠে ফাহিম স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন ৩য় বার নির্বাচিত চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের সফল কাউন্সিলর সেখ গোলাম মোস্তফা মাস্তার। বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ ও জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা। উদ্বোধনী খেলায় জনি স্মৃতি মোস্তাফিজুর ও সিজার জুটি ২-১ সেটে মসজিদ পাড়ার সাবিত ও শিহাব জুটিকে পরাজিত করে শুভ সূচনা করেন। খেলাটি পরিচালনা করেন ক্রিকেটার অপূর্ব। প্রতিযোগিতায় ৮টি জুটি অংশগ্রহণ করছে।