সাংসদের মেয়েকে ছুরিকাঘাত
স্টাফ রিপোর্টার: গেরহাটে সংরক্ষিত নারী আসনের সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের শালতলা এলাকায় তার ওপর হামলার এই ঘটনা ঘটে। অদিতি বড়ালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। শালতলা এলাকার আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়িতে ফেরার সময় অদিতির ওপর হামলা হয়।
ঝিকরগাছায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী খুন
স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিলন (২৭) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত মিলন ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার আলমগীর হোসেনের ছেলে। গতকাল শনিবার দুপুরে ঝিকরগাছার কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, শনিবার দুপুরে আওয়ামী লীগ কর্মী মিলন নিজবাড়ি কাটাখাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
শিরোনামহীন ছাড়ার পর তুহিনের নতুন ব্যান্ড ‘আভাস’
মাথাভাঙ্গা মনিটর: জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন আর প্রধান ভোকালিস্ট তানযীর তুহিন যেন সমার্থক ছিলেন। কিন্তু চলতি বছর সবাইকে অবাক করে দিয়ে শিরোনামহীন ছাড়েন তুহিন। ভক্তদের অনুরোধেও দলে ফেরেন নি তিনি। গণমাধ্যমে এল তুহিন ও শিরোনামহীনের অন্য সদস্যদের পাল্টাপাল্টি অভিযোগ। সে সব অভিযোগের সুরাহা না হতেই এবার নতুন ব্যান্ড তৈরীর ঘোষণা দিলেন জনপ্রিয় এই শিল্পী। তুহিনের নতুন ব্যান্ডের নাম ‘আভাস’। গতকাল শনিবার সকালে তুহিন নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায় নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি …….‘আভাস’।
কানাডায় শীর্ষ ধনাঢ্য ব্যবসায়ী ও তার স্ত্রীর ‘রহস্যজনক মৃত্যু’
মাথাভাঙ্গা মনিটর: কানাডার এক শীর্ষ ধনাঢ্য ব্যবসায়ী ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তাদের মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে বর্ণনা করেছে পুলিশ। গত শুক্রবার টরেন্টোতে নিজেদের বাড়ির বেইজমেন্টে ব্যারি শেরম্যান ও তার স্ত্রী হানির মৃতদেহ পাওয়া যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। জানায়, বিশ্বজুড়ে ‘জেনেরিক’ ওষুধ বিক্রয়কারী কোম্পানি অ্যাপোটেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারি কানাডার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। জনসেবক বা দাতা হিসেবেও তার খ্যাতি ছিলো। ব্যারি ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে পুলিশ খুব বেশি তথ্য দেয়নি, তারা মৃতদেহের পরিচয়ও নিশ্চিত করেনি। ঘটনায় স্তম্ভিত বন্ধু ও কর্মকর্তারা পরে ব্যবসায়ী ও তার স্ত্রীর নাম জানায়।