আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী ওল্টুর জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকস¤্রাজ্ঞী মিনির জামাই ওল্টুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের পলাতক মাদকস¤্রাজ্ঞী মিনির জামাই ওল্টুকে (৩৫) আটক করে। চিহ্নিত মাদকব্যবসায়ী ওল্টু কয়েক মাস পূর্বে মাদকদ্রব্য বিক্রিকালে গ্রেফতার হয়ে হাজতে ছিলো। মাত্র ৩-৪ দিন পূর্বে সে জামিনে জেলমুক্ত হয়ে আলমডাঙ্গায় ফেরে। আলমডাঙ্গায় ফিরেই আবারও মাদকব্যবসায় জড়িয়ে পড়ে। গতকাল তার আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করেন।