চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিন

 

দিনব্যাপী নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি টগর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়ন চলমান রাখতে হলে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। দেশ স্বাধীনের আজ ৪৬ বছর হয়েছে। এ দীর্ঘ সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে মাত্র সাড়ে ১৩ বছর। বাকি সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা লুটপাট করে দেশটিকে তলাবিহীন ঝুড়ি করে রেখেছিলো। রাষ্ট্রের সম্পদ যারা পাচার করেছিলো আজ তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। গতকাল শুক্রবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন।
এমপি টগর আরও বলেন, নির্বাচন আসলে আওয়ামী লীগকে নিয়ে নানাভাবে মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হয়। দলীয় নেতাকর্মীদের সেদিকে খেয়াল রাখতে হবে। তাই নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে এক কাতারে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যকার কাদা ছোড়াছুড়ি ভালো কাজ না। নির্বাচনের আগে আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তার মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। হাতে বাকি যতটুকু সময় আছে এ সময়ের মধ্যে এলাকার যেসব উন্নয়ন হয়নি তা করার সর্বাতœক চেষ্টা করা হবে। এ বিজয়ের জন্য যারা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের সকলের কর্তব্য। তিনি বলেন, বর্তমান সরকারের এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পঁচাত্তরের ঘাতকেরা আজও দেশের মধ্যে ঘাপটি মেরে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি নেতা নয়, নৌকার একজন সেবক হিসেবে আপনাদের সেবা করে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই। বিগত দিনের কোনো সরকার যে কাজগুলো করেনি বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কৃষিতে ভর্তুকি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, চিকিৎসা ব্যবস্থা, ভিক্ষুক মুক্তকরণ, মানুষের মাথাপিচু আয় বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, চাকরিজীবীদের সুযোগ-সুবিধায় বাস্তবিক উন্নয়ন করেছে। এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। নেতাকর্মীদের নানা অভিযোগের প্রেক্ষিতে প্রধান অতিথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের নাম ভাঙিয়ে যারা দলের বদনাম করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কোনো ব্যক্তির অপরাধ দল কেনো ঘাড়ে নেবে। এর দায়ভার তাকেই বহন করতে হবে।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর বেগমপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আ.লীগ যুবলীগের উদ্যোগে দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যায়ল মাঠে সাংগঠনিক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন উন্নয়নের রূপকার, গণমানুষের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্তাভাজন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর এমপি। ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুল বারি বিশ্বাস। বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ.লীগের নেতা মনু মিয়া, জিল্লুর রহমান, আবু সালেহ, হাশেম গাজী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান হক ছলিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, যুবলীগ নেতা রহিদুল ইসলাম, আহসান হাবিব, এনামুল হক বিশ্বাস, আতিয়ার রহমান, ঝন্টু, দর্শনা সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক আলামীন, অপু সরকার প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় দর্শনা সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, ১৯৭১ সালের আজকের দিনে বাঙালী জাতিকে মেধাশূন্য করার জন্য বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিলো পাকবাহিনী ও তার দোষররা। এ হত্যাকান্ড চালিয়েও দাবিয়ে রাখা যায়নি বীর বাঙালী জাতিকে। এ জাতি জনম জনম ধরে স্মরণ করবে সেই সকল বীর শীহদ বুদ্ধিজীবীকে। দর্শনা সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম। আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, জেলা কমিউনিস্ট পার্টি নেতা অ্যাড. শহিদুল ইসলাম, ওয়ার্কসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাজি জয়নাল আবেদীন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ আ. গফুর, আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, ছাত্রলীগনেতা আরিফ মল্লিক, রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, রায়হান, লোমান, রিপন, অপু সরকার, প্রভাত প্রমুখ। একই দিন বিকেলে দামুড়হুদা উপজেলা জাকের পার্টির আয়োজনে জয়রামপুর কাঠালতলায় অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভার সভাপতিত্ব করেন, উপজেলা জাকের পার্টির সভাপতি জসিম উদ্দিন চকল। আলোচনা করেন জেলা জাকের পার্টির সহসভাপতি আব্দুস সামাদ চুন্নু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও. মোস্তফা কামাল।
কার্পাসডাঙ্গা/কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ও করেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪৮ লাখ ৭৮ হাজার ১৩২ টাকা ব্যায়ে কুতুবপুর কবরস্থান- পিরপুরকুল্লা কালু বকস সড়ক, ৫০ লাখ ৭৩ হাজার ৭৯০ টাকা ব্যয়ে আরামডাঙ্গা মধুর বটতলা-দুর্গাপুর সড়ক, কুড়ুলগাছি ইউনিয়নের ২০ লাখ ৫৪ হাজার ৭৮৮ টাকা ব্যায়ে ধান্যঘরা আর অ্যান্ড এইচ – মিস্ত্রিপাড়া সড়ক, ১৫ লাখ ৩৯ হাজার ৩৭১ টাকা ব্যায়ে কুড়ুলগাছি প্রাথমিক বিদ্যালয়-কবরস্থান সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পারকৃষ্ণপুর-মদনা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা এসএম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ভুট্টো, উপজেলা আঃলীগের সহসভাপতি সহিদুল হক, জেলা কৃষকলীগের মৎস ও পশু বিষয়ক সম্পাদক আঃ ছালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শাফিকুর উদ্দিন, সম্পাদক নজির আহম্মেদ, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সম্পাদক উসমান গণি, সহসম্পাদক সরোয়ার হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার বড়দুধপাতিলা কামারখালি ব্রিজমোড় হতে মহি মেম্বারের বাড়ি পর্যন্ত ৭৮০ মিটার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ওই রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবের আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, দামুড়হুদা উপজেলা দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, আমিনুল ইসলাম বেল্টু, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল, রিকাত আলী, সেলিম উদ্দীন, হাউলী ইউনিয়ন যুবলীগ সভাপতি আয়ুব আলী স্বপন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুবলীগ নেতা নিশান তরফদার, রুবেল সোহেল, ইমরান, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল, যুগ্মআহবায়ক রায়হান, আনারুল প্রমূখ।