দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে আজম আলী (৫৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত গাঁজা ব্যবসায়ী আজম আলী দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের আশা মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আজমকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ আটক গাঁজা ব্যবসায়ী আজমের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গত শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করেছে।