১৯ বছর ধরে কারাবন্দি সর্বহারা প্রধান লাল্টুর জামিন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১৯ বছর ধরে কারাবন্দি সর্বহারা গ্রুপের প্রধান নুরুজ্জামান লাল্টুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসাথে তার বিরুদ্ধে বিচারিক আদালতে চলমান হত্যা মামলা আগামী ৪ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে লাল্টুর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আরিফুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। ১৯৯৮ সালে লাল্টু তার বাহিনী নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে আত্মসমর্পণ করে। সেই থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে শতাধিক মানুষ হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১৯৯৩ সালে দায়ের করা একটি হত্যা মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এ মামলায় গত ৮ বছর ধরে কোনো সাক্ষ্য হচ্ছে না। এ অবস্থায় জামিন আবেদন করেন নুরুজ্জামান লাল্টু। গত বৃহস্পতিবার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

Leave a comment