শহীদ বুদ্ধিজীবী দিবসে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত
মাথাভাঙ্গা ডেস্ক: বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, সর্বস্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর, জঙ্গির অর্থায়ন বন্ধসহ জামায়াত নিষিদ্ধ এবং দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে দেশবাসী। বেদনায় আচ্ছন্ন মন, শোকে মুহ্যমান হৃদয় এমনই এক বেদনাবিধুর পরিবেশে জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। নেই আক্ষেপের সুর কিংবা হতাশার বাণী। শোক যেনো এখন পরিণত হয়েছে শক্তিতে। দেশের পথে-প্রান্তরে দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের হন্তারক রাজাকার-আলবদরদের প্রতি মানুষের প্রবল ঘৃণা-ধিক্কারের বহিঃপ্রকাশ আর নরঘাতক যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের দাবি ছিলো প্রচ-। একের পর এক যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করতে পারায় এবং দেশ দ্রুত এগিয়ে যাওয়ায় এবার শহীদ বুদ্ধিজীবী দিবসে লাখো মানুষের কণ্ঠে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর আস্থা ও বিশ্বাসের ধ্বনিও উচ্চারিত হয়েছে।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও দলীয় পতাকা উত্তোলন করেন সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। পরে সোয়া ৭টার দিকে শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নাহ, দফতর সম্পাদক আবু তালেব বিশ্বাস, পিপি অ্যাড. শামশুজ্জোহা, অ্যাড. আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা জামান পলি, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, যুবলীগ নেতা আব্দুল কাদের, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি ইসলাম উদ্দীন, জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য অ্যাড. হেলাল হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, সংরক্ষিত মহিলা পৌর কাউন্সিলর সুলতানা আরা রতœা, চুয়াডাঙ্গা বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু ও ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বিএডিসির শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরোঙ্গ-জেব-বেল্টু এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সদর পৌর বিএনপি সভাপতি আওরোঙ্গ-জেব-বেল্টু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল। আলোচনাসভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ওহিদুল ইসলাম সানি খন্দকার, কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একরামুল হক। জেলা যুবদল আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, সদর উপজেলা বিএনপি দফতর সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জালাল, তরুণ দলের আহ্বায়ক সাইদুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হারুনার রশিদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদল আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, জেলা ছাত্রদল সদস্য সাইফুল ইসলাম সোহেল, সদস্য আমির হোসেন প্রমুখ।
দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদুল হক মুন্সী। প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের পরিচালক মো. জহুরুল ইসলাম জীম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. মিনাজুল হক। ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে বক্তব্য দেন ইনস্টিটিউটের শিক্ষক- মো. মোস্তাফিজুর রহমান, মো. শরিফুজ্জামান চৌধুরী, হাসানুজ্জামান, জাহিদ হোসেন, রেজিস্ট্রার মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক মো. সেলিম রেজা।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, হাজি মাহাবুবুর রহমান, হাজি জয়নাল আবেদিন, প্রভাষক শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, রাকিবুল হাসান, ফারহানা পারভিন, জহুর রায়হান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল করিম।
এছাড়া সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, প্রধান শিক্ষক আবু সালেহ, শিক্ষক সাইফুল ইসলাম, ফারহানা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবীদের বিন¤্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে সর্বস্তরের মানুষ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে আলমডাঙ্গা বদ্ধভুমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সেখানে সকলে ১মিনিট নিরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ, ফখরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউর রহমান জোয়ার্দার সুলতান, মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউর রহমান জোয়ার্দার সুলতান, মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, মুক্তিযোদ্ধা ওমর ফারুক, উপজেলা কৃষি অফিসার একে এম হাসিবুল হাসান, সমাজসেবা অফিসার আবু তালেব, ডা. আব্দুল্লাহিল কাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, ফায়ার সর্ভিস অফিসার ইলিয়াছ আহম্মেদ, সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন প্রমুখ ।
মেহেরপুর অফিস জানিয়েছে, শহীদ বু্দ্িধজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংগঠনসহ রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের কলেজমোড় বধ্যভূমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সম্মেলন কক্ষে সকাল ১০টার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক এমপি জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে মেহেরপুরের গাংনীতে আলোচনাসভা, আলোর মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন, গাংনী প্রেসক্লাব থিয়েটারের উদ্যোগে পৃথক এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বক্তব্য রাখেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কেএম সাহাব উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম ও গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।
এদিকে গাংনী প্রেসক্লাব ও গাংনী থিয়েটারের উদ্যোগে সন্ধ্যায় আলোক মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী প্রেস ক্লাব থেকে মোমবাতি প্রজ্জ্বলন হাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মিছিলে অংশ নেন। মিছিল শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে মোমবাতি নিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গাংনী থিয়েটারের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধের গবেষক রফিকুর রশিদ রিজভী। স্বাগত বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মাবোধক গান ও কবিবা পরিবেশন করেন গাংনী থিয়েটারের শিল্পীবৃন্দ। উপস্থিত ছিলেন গাংনী মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলম, কাজিপুর কলেজ অধ্যক্ষ মোকাদেচ্ছুর রহমান, জেলা শিক্ষক সমিতি সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মোরাদ হোসেন, প্রভাষক এসএম সায়েম পল্টু প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজোলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব। অনুষ্ঠান শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার রফিকুল আলম টুকু। এ সময় জেলা প্রশাসনের অন্যান্যকর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা পরিষদসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা পরিষদ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে এ আলোচনাসভায় অংশ নেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তাজুল ইসলাম, কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি প্রমুখ। উপজেলা পরিষদ মসজিদের ইমাম হাফেজ মাওঃ ইব্রাহিম খলিল মোনাজাত পরিচালনা করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে হাসপাতাল রোডে প্রেসক্লাবে শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।