স্টাফ রিপোর্টার: দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহাবুদ্দীন রিংকু পিতা হয়েছেন। গত ১৩ই নভেম্বর এ খবর শোনার পর দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে আনন্দের বন্যা বয়ে যায়। পড়ে যায় মিষ্টি খাওয়ার ধুম। রিংকুর স্ত্রী মমতাজ খাতুন সন্তানের জন্ম দেয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে সাংবাদিক রিংকুর বাড়িতেও খুশির ধুমধাম পড়ে যায়। রিংকুর সদ্যপ্রসূত কন্যার নাম রাখা হয়েছে শেখ সাবা। শেখ সাবা রিংকুর প্রথম সন্তান।
চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামের দীনু শেখ ও ডালিয়া খাতুনের ছেলে শাহাবুদ্দীন রিংকু দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। গতকাল রাত সাড়ে ৯টায় জেলা শহরের নারদিতা ক্লিনিকে ডা. ওয়াহিদ মাহমুদ রবিনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে রিংকুর স্ত্রী মমতাজ খাতুন কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও সদ্যপসূত কন্যা শেখ সাবা সুস্থ আছে। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া চেয়েছেন সাংবাদিক শাহাবুদ্দীন রিংকু।