দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে যুবক অপহরণ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে অপহরণের ১২ ঘণ্টা পর রবিউল ইসলামে নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে অপহৃতকে উদ্ধারসহ দু’অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে অপহৃত রবিউলের স্ত্রী কাজল রেখা বাদি হয়ে ৬ জনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে।
পুলিশসূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে ঝিনাইদহ জেলা থেকে মাইক্রবাসযোগে ৬ অপহরণকারী উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার আক্কেলের ছেলে রবিউল ইসলামের (৩৫) বাড়িতে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর সকালে রবিউলের স্ত্রী কাজল রেখা দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওসি আকরাম হোসেনের নির্দেশে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মঙ্গল মুন্সির রাইচ মিল থেকে অপহৃত রবিউলকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মঙ্গল মুন্সি ও ওমর ফারুক নামের দুজনকে আটক করে।
এদিকে গতকাল বুধবার সকাল ১০টার সময় রবিউলের স্ত্রী কাজল রেখা বাদি হয়ে ঝিনাইদহ জেলার সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মঙ্গল মুন্সি (৫০, উত্তর নারায়নপুর গ্রামের আব্দুল আলিম মিয়ার ছেলে ওমর ফারুক (৩২),মৃত ইসাহাকের ছেলে হাবিব (৪২), গোলাম কিবরিয়া হাজীর ছেলে ফরিদুল (২৫),বাদপুকুরিয়া গ্রামের খোরশেদের ছেলে মুকুল (২৭)এবং নাথকুণ্ডু গ্রামের সুরুজ (৪৭) নামের ৬ জনের নামে অপহৃত রবিউলের স্ত্রী বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই জানান অপহরণকারীরা অপহরণের পর রবিউলের স্ত্রীর কাছে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিলো। উল্লেখ্য রবিউল ইসলাম মাস তিনেক আগে ঝিনাইদহের মঙ্গল মুন্সির রাইচ মিলে ১ মাস কাজের সুবাধে অবস্থান করেছিলো।