টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে পাঁচকমলাপুর চ্যাম্পিয়ন

দামুড়হুদার ভগিরথপুরে লূৎফল হক মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার ভগিরথপুরে লূৎফল হক মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও আলমডাঙ্গার পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হয়। খেলায় উভয়দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয়। ফলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, রিজু ও জাহিদুল ইসলাম। ধারাভাষ্য দেন শিক্ষক আহসান হাবিব ও সাইফুল ইসলাম পিনু। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক বাপ্পারাজ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় বিপুল।
খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য জাফর আলীর সভাপতিত্বে উভয়দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিয়াউদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম হোসেন, প্রয়াত লূৎফল হক মুন্সির বড় ছেলে অধ্যাপক হামিদুল হক মুন্সি, মেজছেলে জহুরুল হক মুন্সি, গোকুলখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা রবিউল হোসেন, খবির উদ্দীন, আশরাফুজ্জামান পিন্টু, মোস্তাফিজুর রহমান, শাহাবুদ্দিন, শিক্ষক আব্দুর রাজ্জাক, হারুন-অর-রশিদ, জেলা যুবলীগ নেতা আবুল হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্মসম্পাদক জ্যাকি, নতিপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মেম্বার, সাধারণ সম্পাদক হাবিল মাস্টার, যুবলীগ নেতা লোকমান হাকিম, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমরাজ উদ্দীন খোকন, কোচ মিলন বিশ্বাস, পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পটু, কোচ আহসান হাবিব দুদু, অধিনায়ক আল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুল মমিন মাস্টার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভগিরথপুর চক্রবাক সংঘের সভাপতি হারুন মাস্টার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, শিক্ষক তানজুল ইসলাম, সদস্য আবু জাহিদুল আলম মিলন, তৌহিদ তুহিন, শামিম রেজা, বিশ্বনাথ প্রমুখ।