গাংনীর ভোলাডাঙ্গায় ২শ মণ পাট পুড়ে ছাই

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে পাটের গুদামে আগুনে পুড়ে গেছে প্রায় ২শ’ মণ পাট। গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আগুনে পাটব্যবসায়ী আকছাদ আলীর তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ভোলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আকছাদ আলী একজন পাটব্যবসায়ী। ভোলাডাঙ্গা বাজারে একই গ্রামের হাসেম আলীর গুদাম ভাড়া নিয়ে তিনি পাট ব্যবসা পরিচালনা করেন। গুদামে ২শ’ মণের ওপরে পাট সংরক্ষণ করেন তিনি। মঙ্গলবার ভোরে আকস্মিক গুদামে আগুন ধরে যায়। এলাকার লোকজন খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেও রক্ষা করা যায়নি। আগুনে ব্যবসায়ীর তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।