তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ এখন দোরগোড়ায় সেবা পাচ্ছে

জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবসের আলোচনাসভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন ‘তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ এখন দোরগোড়ায় সেবা পাচ্ছে। এমএ পাস মানুষ দরকার নেই। স্কীলড লোক দরকার, তাহলে বিশ্বে আমাদের কদর থাকবে। তরুণ-তরুণীদের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত। এসএসসি-এইচএসসি পাস করে ট্রেনিং নিতে হবে। আইটি বিভাগে অভিজ্ঞতা অর্জন করে বিদেশে ভালো কাজে লাগতে হবে।’ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সবার জন্য নিরাপদ ইন্টারনেট।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।
সহকারী কমিশনার পাপিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ছাত্র বায়েজিদ হুছাইন। এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ফ্রি-ল্যান্সার মো. সাইফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী নাবিলা রুখসানা, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও ওজোপডিকোর নির্বাহী প্রকৌশলী মো. সবুক্তগীন বক্তব্য রাখেন।
আলোচনাসভায় জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি জেলায় সরকার আইসিটি উন্নয়নে হাইটেকপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪ বিঘা জমির ওপর উথলীতে একটি হাইটেকপার্ক নির্মাণ পরিকল্পনা য়ে হচ্ছে। চুয়াডাঙ্গায় অপটিক্যাল ফাইবার ক্যাবল লাগানোর জন্য ১৫ ট্রাক ক্যাবল এসে পৌঁছেছে। এটা সম্পন্ন হলে ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে নানামুখী সেবা দেয়া হচ্ছে জনগণকে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইসিটি বিভাগের সার্বিক সহযোগিতায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মো, নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম, শিক্ষক কুতুব উদ্দীন, হারুন অর রশিদ প্রমুখ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ন্যাশনাল আইসিটি ডে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ অধিদফতরের সহযোগিতায় জাতীয় তথ্য যোগাযোগ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা চত্বরের বটতলায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, কেডিকে ইউপির প্রশাসক মোতাহার হোসেন ও প্রেসক্লাব সহসম্পাদক জিএ জাহিদুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনসভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে সারা দেশের ন্যায় প্রথমবারের মতো পালিত হলো জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডা. জাহিদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। সে সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশ আজ ডিজিটাল বাংলাদেশের দোরগোড়ায়। তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বক চত্বর প্রদক্ষিণ করে। দেশে এই প্রথম অনুষ্ঠিত জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র‌্যালির পূর্বে বর্তমান তথ্য প্রযুক্তির এ যুগে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রতন মিয়া, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির ও মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমুখ।