ঝিনাইদহ অফিস: পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ঝিনাইদহে ১৫২ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখপূর্বক আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুরে অবরোধের সমর্থনে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরিত হয়। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। দুপুরের এ ঘটনায় রাত ১১টার দিকে সদর থানা পুলিশ বাদী হয়ে বিএনপির ১৫২ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করে। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এসআই রাশিদা সুলতানা জানান, বুধবার দুপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলা ঘটনায় রাতে এ মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।