স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি সাহিদুজ্জামান টরিক ও এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার আর্থিক সহায়তায় ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিভিন্ন কাঁচা স্থানে ফ্লাট সোলিং করার ঘোষণা দিলেন। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় দিলীপ কুমার আগরওয়ালা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের উন্নয়ন কাজের জন্য এ ঘোষণা দেন। দিলীপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান হলেও এটা আমাদের সম্পদ। হাসপাতাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই নিতে হবে। হাসপাতালের সামনের যে কাঁচা অংশ পড়ে আছে আগামী একসপ্তাহের মধ্যে তা ফ্লাট সোলিং করার ঘোষণা দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রেজাউল করীম খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন জ্যাকিসহ আরও অনেকে।