চুয়াডাঙ্গার জাফরপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত
ডিঙ্গেদহ প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মোটরযান মালিকের বিরুদ্ধে মামলা ও ১৫হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গার জাফরপুর মোড়ে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল, ট্রাক, বাস ও পিকাপ এর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮/১৫২ ধারায় ১৫টি মোটরযান মালিকের নামে মামলা দায়ের করা হয় এবং ১৫হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার ও ফখরুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা বিআরটি’র পরিদর্শক এসএম সবুজ। আরও উপস্থিত ছিলেন পেশকার আব্দুল লতিফ ও অফিস সহায়ক তাইজেল ইসলাম।