ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিসি) প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ভা-ারদহ বাওড় পরিষ্কার পরিছন্নকরণ ও মানিকদিহি আশকারের পুকুর হতে নবগঙ্গা পর্যন্ত রাস্তায় মাটি দ্বারা উন্নয়ন প্রকল্প দুটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এসময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, ইউপি সচিব জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ।