দামুড়হুদার কার্পাসডাঙ্গায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে চলছে তোড়জোড়

মোস্তাফিজ কচি: আগামী ২৪ ডিসেম্বর রোববার দিনগত রাত ১২টা ১মিনিটে প্রার্থনার মধ্যদিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হবে। বড়দিনকে ঘিরে দামুড়হুদার কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গা গ্রামের খ্রিস্টান পল্লিতে চলছে ব্যাপক প্রস্তুতি। অতিথিদের নিমন্ত্রণ করা হচ্ছে মোবাইলের ম্যাসেজ, কার্ড আর পোস্ট কার্ডে। অতিথি আপ্যায়নে রাখা হচ্ছে রকমারি পিঠাপুলির আয়োজন। বাড়ির সামনে সাজানো হচ্ছে ক্রিস্টমাস ট্রি। শিশুদের বন্ধু হিসেবে পরিচিত সান্তাক্রসের উপহার পেতে আবেগ-আপ্লুত হয়ে আছে শিশুরা। অপেক্ষার দিনক্ষণ শেষ হতে বেশি সময় দেরি না হলেও মহাব্যস্ত খ্রিস্টান পল্লির পরিবারগুলো। অন্যদিকে কার্পাসডাঙ্গা মিশন ও বাঘাডাঙ্গা খ্রিস্টান পল্লির ৫টি (কার্পাসডাঙ্গায় দুটি-চার্চ অব বাংলাদেশ ও রোম্যান ক্যাথলিক চার্চ, বাঘাডাঙ্গায় তিনটি এজি আশীর্বাদ, প্রেসবিট্যালিয়ান, রোম্যান ক্যাথলিক গির্জা) উপাসনালয়গুলোকে সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোক সজ্জায়। গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দনভাবে ডিসপ্লে করা হবে কুঁড়েঘরের অভ্যন্তরে মাদার মেরির কোলে যিশু খ্রিস্টের প্রতিচ্ছবি। প্রার্থনা করতে আগত পুণ্যার্থীদের আগমন নিরবচ্ছিন্ন করতে তৈরি করা হচ্ছে বিশেষ ভলেন্টিয়ার টিম। সব মিলিয়ে আগাম উৎসব চলছে খ্রিস্টান অধ্যুষিত গ্রামগুলোতে। বাঘাডাঙ্গা এজি মিশনের পুরোহিত মি. ডমেনিক ম-ল জানান, কার্পাসডাঙ্গা মিশন ও বাঘাডাঙ্গা খ্রিস্টান সম্প্রদায়ের ৫টি গির্জায় প্রায় ১ হাজার পরিবারে উৎসব পালনের প্রস্তুত চলছে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার স্বার্থে বিশেষ টিম কাজ করবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমাদের পুলিশ প্রশাসন সজাগ থাকবে।