দর্শনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দর্শনা অফিস: তারেক জিয়ার বিরুদ্ধে অর্থপাচার ও আত্মসাতের মামলায় শাস্তির দাবিতে দর্শনা কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কলেজ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি রিপন, লোমান, ছাত্রলীগ নেতা প্রভাত, অপু সরকার, মোহাম্মদ, ফারুক, সাগর প্রমুখ।