গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের কৃষক কালু মিয়া বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। কালু মিয়া ওই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গ্রামের মাঠের ক্ষেতে কাজ করছিলেন কালু মিয়া। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।