স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বোয়ালমারীতে বাড়ির পাচিলের ধারের কুলগাছ কাটাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের আঘাতে শামসুদ্দীন শেখ ও তার স্ত্রী আমেনা খাতুনকে কুপিয়ে জখম করেছে তারই আপন ভায়ের ছেলে আকাশ। শামসুদ্দীন শেখ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী মাঝেরপাড়ার মৃত ইব্রাহিম শেখের ছেলে। শামসুদ্দীন শেখ অভিযোগ করে বলেন, তাদের বাড়ির পাচিলের ধারের একটি কুলগাছ তার আপন ভাই বকুল শেখ নিজের বলে দাবি করে আসছিলো। এরই একপর্যায়ে গতকাল মঙ্গলবার বেলা ২টায় বকুল শেখের ছেলে আকাশ ওই গাছ কাটছিলো। শামসুদ্দীন শেখ গাছ কাটতে নিষেধ করায় দুই পরিবারের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দাঁ দিয়ে শামসুদ্দীন শেখ (৪৫) ও তার স্ত্রী আমেনা খাতুনকে (৪০) কুপিয়ে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।