আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকব্যবসায়ী ও এক জুয়াড়ির নিকট থেকে জরিমানা আদায়

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকব্যবসায়ী ও এক জুয়াড়ির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মাদক স¤্রাট শাহাবুলের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী হামিদা খাতুন (২৮) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালিয়ে আসছিলো। গতকাল মঙ্গলবার সকালে গোবিন্দপুর নিজ বাড়ি থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে হামিদা খাতুনকে আটক করা হয়। অপরদিকে উপজেলার কালিদাসপুর জগন্নাথপুর মাঠে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রেলজগন্নাথপুর গ্রামের মোশারেফ আলীর ছেলে মারফত আলীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক স¤্রাজ্ঞী হামিদাকে ৫ হাজার ও জুয়াড়ি মারফতকে ২শ’ টাকা জরিমানা করে। তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।