আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ চলছে
স্টাফ রিপোর্টার: নিউইয়র্কের ম্যানহাটন বাসটার্মিনালে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁই (২৪) ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর জিগাতলার মনেশ্বর রোডের একটি বাসা থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে। সিটিটিসি’র একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাদের কাছ থেকে আকায়েদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
আকায়েদের শ্বশুরের নাম জুলফিকার হায়দার এবং শাশুড়ির নাম মাহফুজা আক্তার। গত বছর জান্নাতুল ফেরদৌস জুঁইয়ের সঙ্গে তার বিয়ে হয়। এ বছরের ১০ জুন সন্তানের জনক হয় আকায়েদ। আকায়েদের পারিবারিক সূত্রে জানা গেছে, আকায়েদ সন্তান হওয়ার খবর পেয়ে এ বছরের ১৮ সেপ্টেম্বর দেশে এসেছিল। এক মাস অবস্থানের পর ২২ অক্টোবর সে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায়। সূত্র আরও জানায়, এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে আকায়েদ দেশে এসে জুঁইকে বিয়ে করে।
সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিন গ্রেফতার
স্টাফ রিপোর্টার: অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, সকালে সাড়ে ৯টার দিকে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে আসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চলতি বছরের মে মাসে আসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলো দুদক।
জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর সরবরাহ কাজে অনিয়ম তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা (আইও) নিযুক্ত করা হয়। অভিযোগ আছে, তদন্তের দায়িত্ব পেয়ে আছির উদ্দিন জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে চিঠি দেন। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরের বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে।
জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
স্টাফ রিপোর্টার: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর আগামী শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন। গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়।
মাগুরার বয়স্ক বালক বায়েজিদ মারা গেছে
স্টাফ রিপোর্টার: মাগুরার প্রজেরিয়া রোগে আক্রান্ত বালক বায়েজিদ গত সোমবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত্যৃকালে তার বয়স হয়েছিলো সাড়ে পাঁচ বছর। বায়েজিদের বাবা লাবলু শিকদার গত সোমবার সন্ধ্যায় জানান, গত রোববার রাত সাড়ে ১২টার দিকে তার অসুস্থততার মাত্রা বেড়ে গেলে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার আরো অবনতি হলে ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ফরিদপুর মেডিকেলে নেয়া হয় ও গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়। গতকাল মঙ্গলবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া নিজগ্রামে বায়োজিদের দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত মাতৃগর্ভ থেকেই ঢিলেঢালা চর্মগত সমস্যা নিয়ে জন্ম নেয় বায়েজিদ। জন্মের মাত্র ৪ বছরেই বয়স্ক মুখে রূপান্তরিত হয় তার মুখাবয়ব। এছাড়া বয়স্ক মানুষের মতোই ঝুলে যায় শরীরের চামড়া। চিকিৎসকরা এটিকে ক্রোমোজমজনিত সমস্যা উল্লেখ করে প্রজেরিয়া নামে এক ধরনের অসুখকে কারণ হিসাবে উল্লেখ করেন।