নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২ : আহত ১০


স্টাফ রিপোর্টার: নড়াইলে বিরোধপূর্ণ একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে  এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো কাগজীপাড়া গ্রামে আকছির মোল্যা (৩৫) ও শফিয়ার মৃধা (৪০)। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, কাগজীপাড়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে সিদ্দিক সিকদার ও মহসিন মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গতকাল বুধবার সকালে সিদ্দিক সিকদার লোকজন নিয়ে জমির ধান কাটতে গেলে মহসিন মেম্বার ও তার লোকজন বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহসিন মেম্বার (৩২), শফিয়ার মৃধা (৪০), আকছির মোল্যা (৩৫), মিজানুর (৪৫) বাদশা মোল্যাসহ (৩৫)  অন্তত ১০ জন আহত হয়।