দামুড়হুদার চিৎলায় জুয়ার আড্ডায় পুলিশের হানা : ৬ জুয়াড়ি আটক
দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জুয়ার আড্ডায় হানা দিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল উপজেলার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি নবনির্মিতব্য বাড়িতে হানা দিয়ে টাকা দিয়ে তাস খেলা করা অবস্থায় ওই জুয়াড়িকে আটক করে। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানানো হলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আটক ওই ৬ জুয়াড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের ২’শ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। আটককৃতরা জরিমানার টাকা নগদে পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহান আলী, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ও অফিস সহায়ক রফিকুল ইসলাম। দ-াপ্রাপ্তরা হলো-চিৎলা গ্রামের হায়দার আলীর ছেলে সাইফুল (৩৫), একই গ্রামের হেলা ম-লের ছেলে নুর ইসলাম (৫০), নিয়ামত আলীর ছেলে এনামুল (৩৫), পুটে মোল্লার ছেলে বাবলু (৪০), গোলাম ম-লের ছেলে নিজাম উদ্দীন (৫৬) ও শামসুল ইসলামের ছেলে লাল্টু (৩৫)।