স্টাফ রিপোর্টার: পাবনা শহরতলীর বাজিতপুর ঘাট এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় মুন (২৬) নামের এক যুবককে গুলি করে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত যুবক পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মুনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজিতপুর ঘাট এলাকার একটি চায়ের দোকানের পেছন গুলি করে খুন করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম যুবককে গুলি করে খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা মেডিকেজ কলেজ হাসপাতালমর্গে পাঠিয়েছে।