চুয়াডাঙ্গার সরোজগঞ্জ-কালুপোল সড়কে আবারও ছিনতাইকারীদের তাণ্ডব
বেগমপুর প্রতিনিধি: কিছুদিন থেমে থাকার পর আবার শুরু হয়েছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ-কালুপোল সড়কে ছিনতাইকারীদের তাণ্ডব। সন্ধ্যা নামার সাথে সাথে আবারও ছিনতাই আতঙ্ক বিরাজ করতে শুরু করেছে। গর্ভবতি গৃহবধুকে হাসপাতালে নেয়ার পথে বহুল আলোচিত কেটের মাঠ নামকস্থানে ছিনতাইকারীদের কবলে খোয়াতে হলো নগদ টাকা, সোনার গয়না-গাটি ও মোবাইলফোন। ঘটনাটি ডাকাতি বা ছিনতাই না বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কালুপোল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে আছিরুদ্দির স্ত্রী’র প্রসব বেদনা ওঠে। গত শনিবার রাত ১১টায় গ্রামের আলমসাধু চালক মহিনের আলমসাধুতে করে অন্তঃসত্ত্বাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দিকে রওনা হয় পরিবারের লোকজন। পথিমধ্যে আলমসাধুটি সরোজগঞ্জ-কালুপোল সড়কের কেটেরমাঠ নামকস্থানে পৌছুলে ৯-১০ জন ছিনতাইকারী সড়কে নিমগাছ ফেলে দেশীয় অস্ত্রের মুখে আলমসাধুতে থাকা সবাইকে জিম্মি করে। এসময় ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে আলমসাধুতে থাকা লোকজনের নিকট থেকে নগদ ১৩ হাজার টাকা, সোনার গয়না, ৩টি এনড্রয়েড মোবাইলফোনসহ প্রায় অর্ধলাখ টাকার মালামাল লুট করে নেয়। মালামাল দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারধরও করে বলে ছিনতাইয়ের কবলে পড়া লোকজন জানান। বিষয়টি কাউকে না জানানোর জন্য ছিনতাইকারীরা হুমকি-ধামকি দেয়। ফলে ওই রাতের ঘটনা কাউকে বলতে ভয় পাচ্ছে তারা। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি মূলত ছিনতাই বা ডাকাতি না। কাউকে টার্গেট করে কয়েকজন দুষ্কৃতীকারী এখানে অবস্থান নিচ্ছে। ঘটনার আগের দিন একই জায়গায় গাছ ফেলে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করলেও কাউকে কিছুই বলেনি। তবে ঘটনা যায় হোক না কেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।