মেহেরপুর অফিস: শেখ হাসিনার উদ্যোগ “ঘরে ঘরে বিদ্যুত” এ প্রতিপাদ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সদর উপজেলাতে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ভিডিও কনফারেন্স করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন জেলা প্রশাসক পরিমল সিংহ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেস্তাফিজুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপদেষ্টা আলহাজ আসকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৮৮টি গ্রামে ৫৪ হাজার ৯৬২টি গ্রাহককে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। যার মধ্যে আবাসিক গ্রাহক ৫২ হাজার ৩১৮টি, বাণিজ্যিক গ্রাহক ৮৩৬ টি, শিল্প গ্রাহক ৩৫৩টি, বৃহৎ শিল্প গ্রাহক ৬টি, সেচ গ্রাহক ৮৬২টি ও সিআই গ্রাহক ৫৮৭ টি।