মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মিনারুল ইসলাম ঘটক (৫৫) নামের এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মিনারুল ইসলাম ঘটক সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল কাদের ঘটকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক মিনারুল ইসলাম ঘটককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।