ঝিনাইদহের মহেশপুরে মানবাধিকার দিবস পালিত

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এইচআরডিএফের আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আরডিসি’র কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ঝিনাইদহ এইচআরডিএফের সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোশারেফ হোসেন মাস্টার, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক বজ্রশক্তি পত্রিকার ঝিনাইদহ ব্যুরো প্রধান শামীম আশরাফ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের সুপারভাইজার নাহার বানু প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত এইচআরডিএফের সদস্য দাউদ হোসেন, বেদানা খাতুন, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, ডা. মনির হোসেন, সাইফুল ইসলাম, দেশপ্রেমিক মিলন মিয়াসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর প্রতিনিধি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরডিসির প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম। বক্তারা ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং ঝিনাইদহ জেলায় মানবাধিকার সুরক্ষায় সকলে একযোগে কাজ করতে পারে সে আশা ব্যক্ত করেন।