দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী অভিযান ইয়াবাসহ আজমপুরের টেপা গ্রেফতার

স্টাফ রিপোটার: দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এবার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে আজমপুর টেপা নামের অভিযুক্ত এক মাদককারবারীকে। টেপার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ভোর ৫টায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই লাভলু ও মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের আজমপুরের জোহর হোসেনের ছেলে শফিউল ইসলাম ওরফে টেপার বাড়িতে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, টেপার বসতঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় গ্রেফতার করা হয় টেপাকে (৩৮)। এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদী হয়ে গতকালই টেপার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।