স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আগামীকাল মঙ্গলবার সরকারিভাবে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) দিবস পালন করা হবে। গতকাল রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সভায় আগামীকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় থেকে সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা, আলোচনাসভা ও তথ্য প্রযুক্তি বিষয়ে ইউনিয়ন তথ্য কেন্দ্র (ইউডিসি)’র মাধ্যমে প্রতিটি ইউনিয়নে তথ্য প্রযুক্তি বিষয়ে তথ্যচিত্র দেখানো হবে। এছাড়া, প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০০ শব্দের ওপর তথ্য প্রযুক্তি বিষয়ে একটি ‘আর্টিকেল’ লিখে জেলা প্রশাসক বরাবর জমা দিতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, পুলিশ সুপার মাহবুবুর রহমান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ‘১২ ডিসেম্বরকে সরকার আইসিটি দিবস হিসেবে ঘোষণা করেছে। দিবসটি উপলক্ষে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফ্রি ল্যান্সার ও লার্নিং অ্যান্ড আর্নিংসহ আইসিটি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকলকে দিবসটি যথাযথভাবে পালন করতে আহ্বান জানানো হয়েছে।’