মেহেরপুরের আমঝুপিতে মানবাধিকার দিবস পালিত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপিতে আর্ন্তজাতিক মানবাধিকারদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টার দিকে আমঝুপিস্থ মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক)’র নিজস্ব আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন মউকের সমন্বয়কারি দীপেন্দ্র সরকার, অ্যাডমিন কর্মকতা রেবেকা সুলতান, মানবাধিকার কর্মী সাংবাদিক সাদ আহম্মেদ। সভায় বিশ্বব্যাপি বিভিন্ন দেশে, কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় সকল পেশাজীবীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মউক’র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।