দর্শনায় জনপ্রতিনিধিদের সাথে মাদকবিরোধী সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ
দর্শনা অফিস: যেকোনো মূল্যে মাদকমুক্ত জেলা গঠনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার। এ লক্ষ্যে চলছে মাদকবিরোধী লাগাতার অভিযান। অসংখ্য মাদককারবারি ও মাদকাসক্তকে যেমন করা হয়েছে গ্রেফতার, তেমনি উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। দর্শনাকে মাদকমুক্ত করণে জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করলেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) কলিমুল্লাহ। গতকাল শনিবার রাত ৮টায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে দর্শনা পৌর কাউন্সিলরদের সাথে অনুষ্ঠিত বৈঠকে কলিমুল্লাহ বলেন, মাদকদ্রব্য ধ্বংস করে, ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ তথা জাতিকে। মাদকের নীল ছোবলে প্রতিদিন ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। তাই যেকোনো বিনিময়ে নির্মূল করতে হবে মাদকদ্রব্য। মাদকদ্রব্য নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। বিশ্বাসের সাথে বলছি, পুলিশ ও জনগণ একসাথে মাদকের বিরুদ্ধে লড়লে মাদকমুক্ত শহর গড়তে সময় লাগবে না। সেক্ষেত্রে পুলিশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বৈঠকে বক্তব্য দেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, কাউন্সিলর, হাসান খালেকুজ্জামান, সাহিকুর রহমান অপু, মনির সরদার, নজরুল ইসলাম, কানচু মাতব্বর, চান্দু মাস্টার, মঈনুদ্দিন মন্টু, আম্বিয়া খাতুন ফুট্টরি, জাহানারা খাতুন, সুরাতন নেছা প্রমুখ। বৈঠকে দর্শনায় সার্কেল এএসপির কার্যালয়ের জন্য স্থান নির্ধারণের ব্যাপারেও আলোচনা হয়েছে।