দামুড়হুদায় বাল্যবিয়ে দেয়ার অভিযোগে কনের পিতাকে আটক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আবারও বিয়েবাড়িতে হানা দিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে গেলেও আটক করা হয়েছে কনের পিতা খোদা বক্সকে (৫০)। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে বাল্যবিয়ের প্রস্তুতিকালে পুলিশ হানা দেয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী নবাবপাড়ার আবুল কাশেমের মালয়েশিয়া প্রবাসী ছেলে মাহাতাব উদ্দীন (২৬) সম্প্রতি দেশে ফেরেন। ওই ছেলের সাথেই কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বাঘাডাঙ্গা গ্রামের খোদা বক্সের নাবালিকা মেয়ে খাদিজার বিয়ের কথা চূড়ান্ত করা হয়। গতকাল শুক্রবার ছিলো বিয়ের দিন। গতকাল দুপুরে যথারীতি বরযাত্রীরা আসেন কনের পিতার বাড়িতে। খাওয়া-দাওয়ার পর্ব শেষ হয়। এরই একপর্যায়ে বিয়ে বাড়িতে হাজির হয়। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। আটক করা হয় কনের পিতা খোদা বক্সকে। পুলিশ বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং কনের পিতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। এদিকে এলাকাসূত্রে জানা গেছে, ওই মেয়ের ইতঃপূর্বে একবার বিয়ে হলেও বেশিদিন টেকেনি ওই সংসার। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পুনরায় পড়াশুনা শুরু করে খাদিজা। সে বর্তমানে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। সূত্র বলেছে, কয়েকদিন আগেই গোপনে বিয়ে হয়ে গেছে। বরপক্ষ গতকাল ঘটা করে বউ তুলতে গিয়ে আসার পর বিষয়টি জানাজানি হয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি দামুড়হুদার মোক্তারপুরে একইভাবে গোপনে একটি বাল্যবিয়ে পড়িয়ে রাখা হয়। পনেরো দিন পর গত মঙ্গলবার ঘটা করে বউ তুলতে আসার পর পুলিশ বিয়ে বাড়িতে হানা দিয়ে কনের বড়ভাই, চাচা, মামাতো ভাই, ফুপা এবং বরের বৃদ্ধ নানাসহ মোট ৫ জনকে আটক করে। আটক ওই ৫ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের ৭ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। বর্তমানে তারা সকলেই কারাগারে রয়েছে।