দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশের মাদকবিরোধী লাগাতার অভিযানের মধ্যেও থেমে নেই মাদক বিকিকিনি। কৌশল পাল্টিয়েছে মাদক ব্যবসায়ীসহ সেবনকারীরাও। পুলিশের ব্যাপক ধর-পাকড়ে সেবনকারীদের আনাগোনা কিছুটা কমলেও থেমে নেই মাদক বেচাকেনা। ফলে মাদকের ব্যাপকতা থামানো যাচ্ছে না কোনোভাবে। মাদক ব্যবসায়ীদের কেউ মুদি ব্যবসার আড়ালে আবার কেউ ডাব বিক্রির অজুহাতে গোপনে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পর্দার আড়ালে থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহার করছে কিশোর এবং নারীদের। টাকার লোভে ব্যবহৃত হচ্ছে ওই সমস্ত উঠতি বয়সী ছেলেরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ দর্শনা শান্তিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বছর বয়সী সাগর নামের কিশোরকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। সে শান্তিপাড়ার মশিউর রহমানের ছেলে। দামুড়হুদা মডেল থানার এএসআই মহিউদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওসি আকরাম হোসেনের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা শান্তিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তার পিছু ধাওয়া করলে এক পর্যায়ে কিশোর সাগর গর্তের পানিতে ঝাঁপ দেয়। কিšুÍ শেষ রক্ষা হয়নি তার। পুলিশ তার দেহ তল্লাশি করে উদ্ধার করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কিশোর সাগরের নামে মামলাও করেছে।