গাংনী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হলেন হাফিজুর

গাংনী প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগ মেহেরপুর গাংনী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে গাংনীর বিশিষ্ট শ্রমিক নেতা হাফিজুর রহমান আহ্বায়ক ও কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। আগের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন এ কমিটি গঠন করলেন জেলা নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শ্রমিক লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা নেতৃবৃন্দ হাফিজুর রহমানের হাতে আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এসএম এনামুল হক ও যুগ্ম আহ্বায়ক মাহবুব এলাহি আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। দ্রুততম সময়ের মধ্যে সম্মেলনের মধ্যদিয়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন করবেন নতুন এই আহ্বায়ক কমিটি।
এ প্রসঙ্গে আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শ্রমিকদের নিয়েই একটি শক্তিশালী কমিটি গঠন করতে চাই। যাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে শরিক হবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।