চুয়াডাঙ্গার তালতলায় সেভেন স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মেহেদী
স্টাফ রিপোর্টার: ‘বর্তমান সরকার দেশের উন্নয়ন ত্বরান্বিত করে বিশ্ব দরবারে রোলমোডেল হিসেবেই শুধু দাঁড় করায়নি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় খেলাধুলার মাধ্যমেও বিশ্বের মাঝে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে। দেশের অভ্যন্তরে ক্রীড়াজগতকে নতুন করে জাগিয়ে তুলতে বর্তমান সরকারের অবদান অনিস্বীকার্য।’
চুয়াডাঙ্গার তালতলায় তথা নিজ গ্রামের সেভেন স্টার ক্লাবের দেয়া সংবর্ধনা ও দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত তথা প্রধান অতিথি প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, সুস্থ দেহে সুস্থ মন। খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ এবং সুস্থ মন গঠন করা সম্ভব। তাই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন যতো বেশি বেশি করা সম্ভব হবে ততোই মঙ্গল হবে সমাজের। খেলাধূলা যুব সমাজকে সুপথে রাখতে সহায়তা করে। মাদক থেকেও বাঁচাতে পারে খেলাধূলা। সুন্দর সমাজ গঠনের জন্য গ্রামবাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়ামোদি সংগঠকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তালতলার সেভেন স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা পাঠ, গণসঙ্গীতের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের আয়োজন করায় ক্লাবের সকল সদস্যকে জানায় অভিনন্দন।
গতকাল শুক্রবার সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন তালতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলতাফ হোসেন, হারান ম-ল, মজিদ ম-ল, কারীউল ইসলাম প্রমুখ।