স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত কমিটির (সেলিম-ফজলু পরিষদ) সদস্যরা গতকাল শুক্রবার দিনভর ব্যস্তসময় পার করেছেন। নেতৃবৃন্দ এদিন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ম-লীর সদস্য রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
নবনির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সেক্রেটারি ফজলুর রহমান, সদস্য অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, শহীদুল ইসলাম সাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, রফিকুল ইসলাম ও হাবিল হোসেন জোয়ার্দ্দার সকাল ৯টায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপির কবরী রোডের বাসায় গিয়ে দেখা করেন। হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ভোটাররা যে দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে আগামী ৩ বছর যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
নেতৃবৃন্দ এরপর বাংলাদেশ ডায়াবেটিস সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার কমিটির সকল সদস্যকে মিষ্টিমুখ করান। তিনি সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
একই দিন সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ম-লীর সদস্য রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের আমন্ত্রণে নেতৃবৃন্দ তার আলমডাঙ্গা শহরের বাড়িতে নৈশভোজে অংশ নেন। সামসুল আবেদীন নতুন কমিটির আগামী ৩ বছরকে উন্নয়নের বছর হিসেবে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।