দর্শনা বিজিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার

আকন্দবাড়িয়ার হাবিবুরের বিরুদ্ধে মামলা
দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারলেও পালিয়ে রক্ষা পেয়েছে আকন্দবাড়িয়ার হাবিবুর নামের অভিযুক্ত এক মাদককারবারী। বিজিবির পক্ষ থেকে হাবিবুরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত বৃহস্পতিবার রাত ৯টায় দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা শামসুল ইসলাম সড়কের কানকাটা ব্রিজ নামকস্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংপাড়ার খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান ইয়াবা ট্যাবেলট ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে গতকাল শুক্রবার হাবিবুরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।