জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নারায়ণপুরের ভূট্টা চাষি আব্বাছ আলীকে (৩০) হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামের নুনামাঠ নামকস্থানে পূর্ব বিরোধের জের একই প্রতিপক্ষরা তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ আনা হয়েছে।
নারায়ণপুর গ্রামের মৃত দলুরদ্দিনের ছেলে আনারুল হকের লিখিত অভিযোগে জানা যায়, তার ভাই আব্বাছ আলী বিকেলে গ্রামের নুনামাঠের ভূট্টা ক্ষেতে পানি দিতে যায়। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয় পূর্ব থেকে শক্রতা থাকা একই গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াছ আলী (৫০), তার ছেলে জনি (২৪) ও ইলিয়াছের ভাই লাল মোহাম্মদের সাথে। তারা আব্বাছ আলীকে ধরে স্যালোমেশিনের হ্যান্ডেল দিয়ে বেধড়কভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এবপর্যায়ে তার আত্মচিৎকারে মাঠে কর্মরত অন্য চাষিরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে আনারুল বাদী হয়ে উল্লেখিতদের আসামি করে গতকালই জীবননগর থানাতে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।