দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো মাদককারবারীকে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জয়নগর মাথাভাঙ্গা নদীপারে। বিজিবি সদস্যরা নদীপার থেকে উদ্ধার করেছে ২শ বোতল ফেনসিডিল। ভোর ৪টার দিকে একই ক্যাম্পের হাবিলদার হাবিবুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জয়নগর মেহগনি বাগান নামক স্থানে। বিজিবি সদস্যরা ওই বাগান থেকে উদ্ধার করেছে ১শ ২ বোতল ফেনসিডিল। এদিকে নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার ইকবাল হোসেন রাত দেড়টার দিকে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা ঈশ্বরচন্দ্রপুর পাকা সড়কের ওপরে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীচক্রের সদস্যরা ছোট একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।