জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিনে জীবননগর উপজেলা নির্বাচন অফিস হতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদিকে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে মনোহরপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দু’বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ ও আকিমুল ইসলাম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অপরদিকে প্রতীক বরাদ্দের পর তিনটি ইউপি নির্বাচনে ১৪জন চেয়ারম্যান ও ১৬১ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়লো।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উথলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল হান্নান (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী আসাদুর রহমান ভেদু (চশমা), স্বতন্ত্র প্রার্থী জামায়ত ইসলামীর মোহাম্মদ মহিউদ্দিন (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আবজালুর রহমান ধীরু (আনারস) প্রতীক পেয়েছেন।
এছাড়াও সংরক্ষিত আসনে ১নং ওয়ার্ডে আঞ্জু আরা আক্তার (বই), কুলচন বেগম (হেলিকপ্টার), ফেরদৌসী আক্তার (বক), সেলিনা বেগম (ফুল), ২নং ওয়ার্ডে জয়নাব বেগম (জিরাফ), রেহেনা পারভীন (বক), রোমেনা খাতুন (মাইক), সাহেরা বেগম (কলম), ৩নং ওয়ার্ডে নুর জাহান বেগম (জিরাফ), আফরোজা খাতুন (বক), মরিয়ম (মাইক) ও সাবিনা খাতুন তালগাছ প্রতীক নিয়ে নিবাচন করবেন এছাড়াও সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আতিকুর রহমান (মোরগ), আব্দুল কাদের বিশ্বাস (ফুটবল), জহুরুল হক (ভ্যানগাড়ি), মিজানুর রহমান (টিউবওয়েল), লুৎফর রহমান (তালা), ২নং ওয়ার্ডে আশকার আলী (ফুটবল), নাজমুল হুসাইন (মোরগ), মঈনুল হাসান (টিউবওয়েল), ৩নং ওয়াডে আবু ছায়েম বিশ্বাস (টিউবওয়েল), ওবাইদুর রহমা আপেল, মিজানুর রহমান ফুটবল, সেলিম রেজা মোরগ, ৪নং ওয়ার্ডে মাহাতাব উদ্দিন বিশ্বাস মোরগ, রাসেল হোসেন ফুটবল, সেলিম উদ্দিন টিউবওয়েল, ৫নং ওয়ার্ডে আব্দুল খালেক বিশ্বাস তালা, আরমান আলী ঘুড়ি, তানজার আলী টিউবওয়েল, মাহফুজ্জামান ফুটবল, শহিদুল হক মোরগ, ৬নং ওয়ার্ডে আইনাল হক তালা, আশারাফুল ইসলাম মোরগ, বিল্লাল হোসেন আপেল, রিপন ফুটবল, ৭নং ওয়ার্ডে ফরহাদ মোরগ, আলতাফ টিউবওয়েল, মহিবুল হক ফুটবল, রেজাউল তালা, ৮নং ওয়ার্ডে আ. সাত্তার তালা, মুনজুর ফুটবল, সেলিম রেজা মোরগ, ৯নং ওয়ার্ডে আজাম্মদ আপেল, নিমাই হালদার টিউবওয়েল, আমিনুল ক্রিকেটব্যাট, আহাদ আলী ভ্যানগাড়ি, ইছাহক আলী মোরগ, মনিরুল ঘুড়ি, রেজাউল তালা, সুমন ফুটবল এবং রফিকুল বৈদ্যুতিক পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মনোহরপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সোহরাব হোসেন খান সুরুদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী কামরুজ্জামান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী রাজা মিয়া (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর আসাবুল হক মল্লিক পেয়েছেন (মোটরসাইকেল) প্রতীক।
১নং ওয়ার্ডে জলিমা জিরাফ, হাবিবা কলম, ২নং ওয়ার্ডে কাজলী বক, রাবিয়া মাইক, রাশিদা সূর্যমুখী ফুল, সেলিনা তালগাছ, ৩নং ওয়ার্ডে জাহিমা বক, ফজিলা কলম, হাচিনা জিরাফ, সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে আশাদুল হক টিউবওয়েল, গোলাম রসুল ফুটবল, আ. রশিদ মোরগ, ২নং ওয়ার্ডে জাফিরুল টিউবওয়েল, সাইফুল মোরগ, শহিদুল ফুটবল, ৩নং ওয়ার্ডে আলমগীর হোসেন মোরগ, আলী হোসেন তালা, জাহাঙ্গীর ম-ল টিউবওয়েল, রিপন ফুটবল, ৪নং ওয়ার্ডে চামেলী বেগম টিউবওয়েল, আ. হান্নান ফুটবল, শুকুর আলী মোরগ, হালিম তালা, ৫নং ওয়ার্ডে আবু সাঈদ ফুটবল, সিরাজুল ইসলাম মোরগ, ৬নং ওয়ার্ডে আদিদুল করিম ফুটবল, জাহিদুল আলম তালা, দোজা উদ্দিন মোরগ, বদর উদ্দিন টিউবওয়েল, ৭নং ওয়ার্ডে আতিয়ার রহমান তালা, আশরাফুল মোরগ, আহসান হাবিব ফুটবল, নুরুজ্জামান টিউবওয়েল, ফরজ আলী বৈদ্যুতিক পাখা, ৮নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সরদার বৈদ্যুতিক পাখা, জমির ভ্যানগাড়ি, মনিরুজ্জামান টিউবওয়েল, মনির তালা, মুছা ফুটবল, মিনারুল মোরগ, ৯নং ওয়ার্ডে আব্দুস শামি ভ্যানগাড়ি, আ. সালাম ফুটবল, আ. হামিদ ঘুড়ি, ইব্রাহিম আলম মোরগ, কামরুজ্জামান টিউবওয়েল, বজলুর রহমান তালা, সালেক পারভেজ বৈদ্যুতিক পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
কেডিকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খায়রুল বাশার শিপলু (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী তানভীর হোসেন রাজিব (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আবুল বাসার টুটুল (আনারস), স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর মাও. আব্দুস সাত্তার (মোটরসাইকেল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন চশমা প্রতীক।
সংরক্ষিত আসনে ১নং ওয়ার্ডে কমলা আক্তার বক, মালেকা সূর্যমুখী ফুল, রশিদা খাতুন মাইক, শিরীনা আক্তার হেলিকপ্টার, ২নং ওয়ার্ডে আশুরা খাতুন মাইক, জায়েদা খাতুন তালগাছ, নাছিমা খাতুন বক, কহিনুর বেগম সূর্যমুখী ফুল, ৩নং ওয়ার্ডে এলহাজ খাতুন বক, গোলজান বেগম তালগাছ, জোছনা খাতুন হেলিকপ্টার, স্বপ্না খাতুন মাইক প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে খাসিয়ার রহমান মিঠু মোরগ, মশিউর রহমান টিউবওয়েল, লিটন হোসেন ফুটবল, ২নং ওয়ার্ডে এসএম শামীম হোসেন মোরগ, কবির হোসেন ফুটবল, দলুরদ্দীন দুলাল তালা, শরিফুল শাহ টিউবওয়েল, ৩নং ওয়ার্ডে আব্দুস কুদ্দুস মোরগ, আশাদুল মালিতা ফুটবল, আ. কাদের টিউবওয়েল, মিলন হোসেন আপেল, সাইদুর রহমান তালা, ৪নং ওয়ার্ডে ওমেদুল আপেল, জাহিদুল কামাল বাবু মোরগ, ডালিম রেজা টিউবওয়েল, বাবলু তালা, মোতালেব হোসেন ফুটবল, হাসিবুল হক ভ্যানগাড়ি, ৫নং ওয়ার্ডে কাইদার আলী ফুটবল, সৈয়দ আলী মোল্লা মোরগ, ৬নং ওয়ার্ডে আফছার আলী মোরগ, নিজাম উদ্দিন মোল্লা টিউবওয়েল, ফারুক আহম্মেদ তালা, রুবেল হোসেন ফুটবল, ৭নং ওয়ার্ডে আলাউদ্দিন ফুটবল, বজলুর রহমান টুটু মোরগ, মসিউর রহমান তালা, মহিবুল হক টিউবওয়েল, ৮নং ওয়ার্ডে আবুল আলিম মোরগ, ইসরাইল বিশ্বাস ফুটবল, শামসুজ্জামান তালা, সুজ্জল হোসেন টিউবওয়েল, ৯নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ তালা, আব্দুল রশিদ ফুটবল, বিপ্লব মোরগ, মোমিন উদ্দিন টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন।