ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেলো নবম শ্রেণীর এক ছাত্রী। সে আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের বিশ্বাসপাড়ার ফারুক হোসেনের মেয়ে। গতকাল সন্ধ্যারাতে গোপনে বিয়ের আয়োজন চলে বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর নবম শ্রেণির ছাত্রী অন্তরার। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ও থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। সেই সাথে কনের পিতা ফারুক হোসেনের নিকট মেয়ের বাল্যবিয়ে দেবেন না মর্মে সতর্ক করে মুচলেকানামা নেন।