মাথাভাঙ্গা অনলাইন : ১৮ দলের ডাকা টানা অবরোধের পঞ্চম দিনে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চুয়াডাঙ্গা জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে । দর্শনা থেকে বুধবার বেলা ১১ টার দিকে জামায়াত নেতা মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ । দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানিয়েছেন মাহমুদুর রহমান পুলিশের উপর হামলা মামলার আসামী ।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির দু গ্রুপ শহরে আলাদা আলাদা মিছিল করেছে । মিছিল শেষে ২টি ইজিবাইক ভাংচুর করে অবরোধকারিরা । শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশী পাহারা অব্যহত আছে ।