কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি বেলা ১২টায় নাটুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বাল্যবিয়ের কুফল তুলে ধরেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার আলী স্কুলে অনুপস্থিত থাকায় অসন্তুষ্টি প্রকাশ করেন। এরপর দুপুর ১টায় নাটুদহ ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি ভূমি অফিসের সার্বিক খোঁজ খবর নেন। দুপুর দেড়টার দিকে তিনি নাটুদহ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজকর্ম দেখতে যান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক, ভূমি অফিস কর্মকর্তা রকিবুল আলম, তরিকুল আলম, মি. জয়ন্ত তরফদার ও সার্জেন্ট অব. সাইদুর রহমান।